তারিখঃ ১৮ ফেব্রুয়ারি ২০২১,সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ১৮ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে মাসিক আইনশৃঙ্খলা সভা ও ভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি সন্তোষ কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা এস.আর.এম সাইফুল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আ. মান্নান মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল্লাহ্, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ধলা মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।