মধুখালীতে পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত সরকারী পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ১৮ জানুয়ারী সোমবার দুপুর সাড়ে ১২টায় পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্যাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।
এ সময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরীন শারমিন খঁান প্রমুখ।
মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ও মধুখালী সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসের তত্বাবোধায়নে ৬ লক্ষ ৯৮ হাজার ৫শত টাকায় পুকুরটি পুনঃখনন কাজ হবে।