• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১ জেলে নিখোঁজ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
বৈরি আবহাওয়ায় প্রচণ্ড বাতাসে দক্ষিণ বঙ্গোপসাগরে আবু তালেব মোল্লার মাছ ধরার ট্রলারডুবরি ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৮টায় গলাচিপা থেকে ২০০ কিলোমিটার দূরে ৭ জেলেসহ এটি ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর এক জেলে ছাড়া বাকিদের উদ্ধারের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। নিখোঁজ জেলের নাম বাপ্পারাজ মোল্লা (২৬)। বাপ্পারাজ বড়বাইশদিয়া ইউনিয়নের ১২নং ডিগ্রী এলাকার মৃত্যু ছত্তার মোল্লার ছেলে। ট্রলারের মাঝি আবু তালেব মোল্লা জানান, বুধবার সকালে বড়বাইশদিয়া ইউনিয়নির টুংগিবাড়ীয়া ঘাট থেকে ৭ জন জেলে নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাই। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় ৭/৮ বয়ার কাছে আসলে ট্রলারটি হঠাৎ ঘূর্নিঝড়ের কবলে পড়ে। এ সময় ঝড়ের তোড়ে ৭ জেলেসহ ট্রলার নদীতে ডুবে যায়। পরে পার্শ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন বাপ্পারাজ মোল্লা। শনিবার দুপুর ১২টা পর্যন্ত বাপ্পারাজের কোন খোঁজ পাওয়া যায়নি। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, নিখোঁজ জেলে বাপ্পারাজকে উদ্ধারের চেষ্টা চলছে। সাগর উত্তাল থাকায় সকল ধরনের নৌ-যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলোকে স্ব-স্ব ঘাটে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।