মানিক কুমার দাস,ফরিদপুর
শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আই জি পি জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় আপ প্রথম দিন বৃহস্পতিবার বালক বালিকাদের একাধিক খেলা অনুষ্ঠিত হয় ।
শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত বালকদের ইভেন্টে সালথা উপজেলা ৫৪_১৬ পয়েন্টে ভাঙ্গা উপজেলা কে, বোয়ালমারী উপজেলা ৫১-১২ পয়েন্টে আলফাডাঙ্গা উপজেলা কে , ফরিদপুর সদর উপজেলা ৩৫-০৯ পয়েন্টে চরভদ্রাসন উপজেলা কে, সালথা উপজেলা ৩০-১৪ পয়েন্টে মধুখালী উপজেলা কে, সদরপুর উপজেলা ৫৮_২০ পয়েন্টে ভাঙ্গা উপজেলা কে। এবং আলফাডাঙ্গা উপজেলা ৩২-২৮ পয়েন্টে চরভদ্রসন কে পরাজিত করে।
অন্যদিকে বালিকা ইভেন্টে সালথা উপজেলা ২৩-১৪ পয়েন্টে ভাঙ্গা উপজেলা কে, ফরিদপুর সদর উপজেলা ৫২-১০ পয়েন্টে চরভদ্রাসন উপজেলা কে, এবং ভাঙ্গা উপজেলা ২০-১৯ পয়েন্টে মধুখালী উপজেলা কে পরাজিত করে।
এ সংবাদ লেখা পর্যন্ত আজকে মেয়েদের আরও দুটি খেলা অনুষ্ঠিত বলে জানা গেছে।