• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর কৃষ্ণনগর হাটগোবিন্দপুরে কুমার নদে ঐতিহ্যবাহী ভেলা বাইচ

ফরিদপুর  সদরের কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর ও চর কৃষ্ণনগর সংযোগ মোল্লা বাড়ীর ঘাট নতুন ব্রীজ এলাকায় কুমার নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় চর কৃষ্ণনগর ও হাট গোবিন্দপুর এলাকাবাসীর আয়োজনে এই ভেলা বাইচের আয়োজন করা হয়। আকর্ষণীয় ভেলা বাইচ প্রতিযোগিতায় ১৪ টি দল অংশ নেয়। সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাইচ দেখতে দুপুর থেকেই নদীর পাড়ে আসতে শুরু করে নানা বয়সী মানুষ। বাইচ দেখতে দুই পাশে নদীর পাড়ে ও ব্রীজের ওপরে অন্তত ৫–৬ হাজার মানুষ ভিড় করে। ঈমান শেখের ঘাট হতে চর কৃষ্ণনগর বাড়ই বাড়ীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ভেলা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ী প্রতিযোগিতাদের নাম ঘোষনা করা হয়। উপস্থিতি অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এসময় বিজয়ী দল হিসাবে প্রথম স্থান জয় লাভ করেন পরমানন্দপুর গ্রামের এমদাদ শেখের দল। দ্বিতীয় স্থান জয় লাভ করেন হাট গোবিন্দপুর ছত্তার ব্যাপারীর দল ও তৃতীয় স্থান জয় লাভ করে পরমানন্দপুর ইয়াকুব আলীর দল। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তিনটি দলকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।

এসময় ভেলা বাইচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতয়ালী আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ কামাল মোল্যা,কোতয়ালী যুব লীগের সদস্য বাবুল বিশ্বাস, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক শেখ মুনজুরুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইলিয়াস মোল্যা, মহিলা মেম্বার ঝর্ণা বাড়ই, মেম্বার মোঃ ইমারত মেল্যা, আওয়ামী লীগের প্রবীন নেতা খগেন্দ্র নাথ বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন কোতয়ালী বিএনপি সহ সভাপতি ইমাম মোল্যা, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মুরাদ হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, কোতয়ালী বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপি যুব নেতা শহিদুল ইসলাম খোকন, কোতয়ালী বিএনপি সদস্য আশরাফ হোসেন আশু সহ স্থানীয় বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।