• ঢাকা
  • শনিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ভাঙ্গার পুকুরিয়া-সদরপুর সড়ককে আহাদের নাম করনের দাবি)

ছাত্র বৈষম্য আন্দোলনে গুলিতে নিহত শিশু আহাদের কবর জিয়ারত প্রশাসনে কর্মকর্তাগণ

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -১৮/৮/২০২৪

গত ১৯ জুলাই শুক্রবার কোটা আন্দোলনে সারাদেশে যখন বিক্ষোভে উত্তাল। কোটা আন্দোলনকারী- পুলিশ ও ছাত্রলীগের ভয়াবহ সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত হয় শিশু আহাদ(৪)। আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ থেকে লাশ নিয়ে আহাদের নিজ গ্ৰাম ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুকুরিয়া গ্ৰামে দাফন করা হয়। রোববার সন্ধ্যায় প্রশাসনের কর্মকর্তা গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীদের সাথে নিয়ে আহাদের কবরের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আহাদের আত্মার শান্তি কামনায় দোয়া পাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম কুদরত এ খুদা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান মির্জা। কবর জিয়ারত শেষে সকলেই আহাদের পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় আহাদের পরিবারের পক্ষ থেকে পুকুরিয়া- সদরপুর সড়কটি আহাদের নামে নামকরণ করার জন্য দাবি জানানো হয়। উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবার টিকে আশ্বস্ত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তা করার হবে । এ সময় আহাদের পরিবারের প্রশাসনিকভাবে যত কাজ আছে তা করে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। আহাদের পিতা ও মাতা আহাদ সহ ছাত্র বৈষম্য আন্দোলনে নিহত সকলের হত্যার বিচার দাবি করেন।
উল্লেখ্য, শিশু আহাদ একটি ভবনের ৮ তলায় বাবা মায়ের সাথে বেলকনিতে দাঁড়িয়ে সংঘর্ষের ঘটনা দেখতেছি। অজ্ঞাত একটি বুলেট এসে লাগে শিশু আহাদের শরীরের মাথায়। মুহূর্তে ফ্লোরে লুটিয়ে পড়ে আহাদ। মা সন্তানকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে দ্রুত কোলে তুলে নেয়। ততক্ষণে শিশু আহাদের রক্তে মায়ের কোল ভিজে যায়। বাবা মা অবুঝ শিশুটিকে নিয়ে হাসপাতালে পৌঁছালেও পরিস্থিতির কারণে সু-চিকিৎসা দিতে ব্যর্থ হয়। বাবা মা পরিবার পরিজনের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আহাদ। ময়নাতদন্তের পরে লাশ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ গ্ৰামে আহাদের পরিবার। পিতা নিজ হাতে কবরস্থানে সন্তানকে চীর নিদ্রায় শায়িত করেন।
যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় একটি ১১ তলা ভবনের ভাড়া বাসার আটতলায় বসবাস করতো আহাদের পরিবার। আহাদের বাবা আয়কর বিভাগের উচ্চমান সহকারী আবুল হাসান ওরফে শান্ত । দুই ছেলে দিহান মাতুব্বর (১১) ও চার বছরের আব্দুল আহাদ এবং স্ত্রী সুমি আক্তার আবুল হাসানের পরিবার।
আবুল হাসান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। তার পিতা বজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।