• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে রাতের আঁধারে রাস্তা-ঘাটে শুয়ে থাকা ছিন্নমূলরা পেল শীতবস্ত্র 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে রাতের আঁধার রাস্তা-ঘাটে শুয়ে থাকা অসহায় হতদরিদ্র ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রদল।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ শীতবস্ত্র বিতরণের বিষয়টি জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ফরিদপুর শহরে ঘুরে ঘুরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক  মাহিদুল ইসলাম স্বরণের উদ্যোগে শীতার্ত অসহায় ছিন্নমূলদের মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম. মামুন রহমান।
মামুন রহমান বলেন, ‘আমাদের শহরে অনেক গরীব মানুষ আছে, আছে পথে-ঘাটে শুয়ে থাকা ছিন্নমূল মানুষও। যারা শীতে অনেক কষ্ট করে থাকেন।তাদের শীতের কষ্ট লাঘব করতে আমাদের এই উদ্যোগ। সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো।’
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিব আহমেদ শীতল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন নিশাত, মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিমন, সদস্য আরিয়ান লিমন প্রমূখ।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০
তাং: ১৮-১২-২০২৪ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।