• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার আহবান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুলের

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল।

আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ৫নং আসামী জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল বলেছেন, প্রকৃত যোদ্ধারা কখনো আত্মসমর্পন করে না। বীরের মত যোদ্ধার বেশে পথ চলেন। নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় আরও অগ্রসর হতে হবে। শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে মুজিব আদর্শে আমৃত্যু কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচকের ভাষণে উল্লেখিত কথাগুলো বলেন। ফরিদপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি কামরুল হাসান বাবুলের সভাপতিত্বে এই আয়োজনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মঞ্জুর আলী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, সাবেক আ.লীগ নেতা এ্যাডঃ বদিউজ্জামান বাবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি অরুন মন্ডল, আলাউদ্দিন আল আজাদ ও ডাঃ নাদিম হোসেনসহ নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।