মাহবুব পিয়াল,১৮ মার্চ, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে নানা আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোটারী ক্লাব অব ফরিদপুর নিউটাউনের উদ্যোগে দু:স্থ্য ও দরিদ্র রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরন করা হয়েছে।
শুক্রবার সকালে শহরতলীর মুন্সিবাজার কাফুরা এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জেলার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: শেখ ইউনুস আলী,অধ্যাপক ডা: তাহমিনা খানম, ডা:সুরাইয়া খানম,ডা: মো: শহিদুল্লাহ,ডা: মো:শফিকুল ইসলামসহ অন্যান্য চিকিৎকবৃন্দ।এর আগে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব ফরিদপুর নিউটাউনের সভাপতি রোটারিয়ান রাজ কুমার ঘোষ।এসময় অন্যান্য রোটারিয়ান কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে দু:স্থ্য ও দরিদ্র চার শতাধিক রোগীর মাঝে বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরন করা হয়েছে।