নিরঞ্জন মিত্র ( নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে (১৮ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি জন্মাষ্টমীর শোভাযাত্রা র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা হল রুমের সামনে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালী শেষে অম্বিকা হল রুমে আবির্ভাব তিথী পালনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতিনাট্য পরিবেশন, সনাতন ধর্মীয় আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় এর সভাপতিত্বে, ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। আলোচনা সভায় প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। সনাতন ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।
অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ সুররানন্দাজী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিংকর মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চিরঞ্জীব রায়, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা উপস্থিত ছিলেন।