ধর্ষণ বিশ্বব্যাপী একটি গর্হিত অপরাধ। আর এই অপরাধের বিরুদ্ধে কঠোর আইন পাস করেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার কাদুনা রাজ্য। এখন থেকে সেখানে ধর্ষণের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে শাস্তি হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে নপুংসক (খোজা) করে দেওয়া হবে। শুধু তাই নয়, কেউ যদি শিশু ও ১৪ বছরের কম বয়সী কাউকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হবে মৃত্য।
বৃহস্পতিবার কাদুনা রাজ্যের গভর্নর নাসির আহমেদ এল রুফাই এমনই এক ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, “শিশুদের ধর্ষণের মতো ভয়ানক অপরাধ থেকে বাঁচাতে এমন কঠিন শাস্তির বিধান করার কোনও বিকল্প নেই। এটা প্রয়োজন ছিল।
”
মহামারী করোনাভাইরাসের এই লকডাউনের সময় নাইজেরিয়ার ধর্ষণের হার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। ফলে বেশ সমালোচনায় পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়েই ধর্ষণের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান করল ওই রাজ্য সরকার।
অবশ্য নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ধর্ষণের কঠিন শাস্তি আগে থেকেই ছিল। রাজ্যটিতে আগে প্রাপ্তবয়স্ক নারীদের ধর্ষণের শাস্তি ছিল ২১ বছরের কারাদণ্ড।
আর সংখ্যালঘুদের ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন।