রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যেই বাংলাদেশে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টন পিয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। আজ শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গত সোমবার থেকে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে পিয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে ২৫০ ট্রাক পিয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের বিভিন্ন সড়কে আটকা পড়ে।
লোডিং থেকে শুরু করে এ পর্যন্ত ৯-১০ দিন পার হয়ে যাওয়ায় অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে এসব পিয়াজে পচন ধরতে শুরু করেছে।
এমন অবস্থায় এসব পিয়াজ রপ্তানি না করলে আমদানিকারকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ভারতের পিয়াজ রপ্তানির অনুমতি সিদ্ধান্ত জানানো হল।
এদিকে, বাংলাদেশে ভারতের পিয়াজ রপ্তানির অনুমতির খবর আজ শুক্রবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।