কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১দিকে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, টিটিসি’র অধ্যক্ষ শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করার কথা উল্লেখ করেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয়। পাশাপাশি বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেওয়া হয়।
কাবির হোসেন
০১৭১৬ ৪৫ ৫৮ ৩৬
১৮ ডিসেম্বর ২০২৪