সালথায় বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিতঃ 4 বছর আগে
278 বার দেখা হয়েছে
০
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :আজ শুক্রবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় মাঠে বিজয় দিবস ক্রিকেট টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগদী স্পোটিং ক্লাবের উদ্যেগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কানাইপুর বন্ধু একাদশের কাছে ৭ উইকেটে জয়লাভ করেন বিভাগদী স্পোটিং ক্লাব। টুর্নামেন্ট সেরা খেলোয়ার হয়েছেন বিভাগদী স্পোটিং ক্লাবের খেলোয়ার শাহিন।
ফরিদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মাদ নুরুল হুদা (রুবেল) এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা হীরামনি, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এফ.এম মহিউদ্দিন,বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক সেলিম মোল্যা প্রমূখ।