নাঙ্গলমোড়া ইউনিয়ন ছাত্রদল এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
এম এ আহমেদ আরমান, ব্যুরো চীফ, চট্টগ্রাম বিভাগঃমহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার গত ২৬ মার্চ হতে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে।
এতে গরিব, দিনমজুর, নিন্মআয়ের মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (১৮এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাঙ্গলমোড়া ইউনিয়ন শাখার উদ্যোগে মধ্যবিত্ত ও অস্বচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী উপহারস্বরূপ প্রদান করেন।
নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপহার সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল- চাল ৩ কেজি, তেল- আধাকেজি, পেঁয়াজ- ১ কেজি, আলু- ১ কেজি, চিড়া- ১ কেজি, চনা- ১কেজি ইত্যাদি।
হাটহাজারী উপজেলা ছাত্রদল এর সাবেক যুগ্ম আহবায়ক ও নাঙ্গলমোড়া ইউনিয়ন ছাত্রদল এর সাবেক সভাপতি এবং উত্তর জেলা ছাত্রদল নেতা এইচ এম হুজ্জাতুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মান্য করে জনগণ কোয়ারেন্টাইন পালন করছে। অনেক পরিবার আছে দিনে এনে দিনে খায় এবং মধ্যবিত্ত আয় রোজগার বন্ধ মানবতা জয় করার লক্ষ্যে আর তারা যেন ঘর থেকে বাহির না হয়, নিজে সুস্থ থেকে যেন পুরো দেশের মানুষকে সুস্থ রাখে সেজন্যে আমি এবং আমার অল্প কয়জন নেতাকর্মীদের নিয়ে সামাজিক এবং শারিরীক দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে আমাদের এই ক্ষুদ্র উপহার সামগ্রী প্রদান করলাম। সমাজের বিত্তবানদের প্রতি অনুরুধ তারা যেন এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।