• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
গোবিন্দগঞ্জে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রওনক জামান

গোবিন্দগঞ্জে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রওনক জামান

মোঃ ওয়াজেদ আলী,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন

বাসুদেবপুর সি,কে স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এবং তালুককানুপুর ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ সাজাহান সরকারের সহধর্মীনি অধ্যাপক জনাবা: রওনক জামান। তিনি আজ দুপুরে উপজেলার তালুক কানুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং সুন্দইল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ২১৫টি অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, ভোজ্য তেল সাবান সহ অন্যান্য উপকরনাদি। এ সময় জনগনের উদ্দেশ্যে তিনি বলেন
আমাদের সামনে এখন একটাই চ্যালেঞ্জ
“দেশ ও দেশের মানুষ কে বাঁচাতে হবে ”
আমরা জনগণ একটু সচেতন হই। তাই নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান ও প্রতিবেশিকে বাঁচতে সহয়তা করুণ। করোনা ভাইরাস সংক্রমণ বর্তমানে বিশ্বে মৃত্যুর
মিছিলের প্রলয়ের সৃষ্টি করেছে। থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই বাড়ছে বাংলাদেশ সহ বিশ্বে মৃত্যু ও আক্রান্তদের সংখ্যা। এ থেকে রক্ষা পাচ্ছে না বিশ্বের অন্যতম শীর্ষ শক্তিশালী ও ক্ষমতাধর দেশগুলো ।এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির দেশও এই মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে বিধস্ত ও দিশেহারা অবস্থায়। অদৃশ্য একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুর আক্রমণে স্তব্ধ আজ সারা বিশ্ব। আর এই অদৃশ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুর আক্রমণের মোকাবেলায় বিশ্বের মানুষ পরাস্ত ও অসহায়। আর যে দেশে করোনা ভাইরাস সংক্রমণের উপস্থিতি দেখা গেছে আর প্রমাণিত হয়েছে সেইদেশ ভাইরাস সংক্রমণ প্রতিহত করার জন্য সর্বশক্তি দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রায় সবদেশই লকডাউন বা জরুরী অবস্থা জারি অথবা কারফিউ ঘোষণা করে জনগণকে যার যার অবস্থানে ঘরে থাকতে বাধ্য করেছে। যে সব দেশ প্রথমের দিকে নজর দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছেন সে সব দেশ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সক্ষম হয়েছেন। তেমনি বাংলাদেশ
সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ঐক্যবদ্ধ হয়ে মারাত্মক ছোঁয়াচে ভাইরাস কে নিয়ন্ত্রণে আনতে যুদ্ধে অবতীর্ণ হয়েছে আপনাদের রক্ষা করার জন্য । আর প্রাণ ঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে সেই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে। এই অদৃশ্য শত্রুর মোকাবেলা করে যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। এই মহামারি দুর্যোগ করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে আমাদের কে তথা আপনাদের কেও সজাগ থাকতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবেন এবং অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডঃ(শিক্ষানিবিশ) মাহমুদ হাসান মন্ডল মাসুদ, সাবেক জেলা যুবলীগ নেতা তুহিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রাহেদুল আলম প্রিন্স, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক ফারুক সরকার, যুবলীগ নেতা লাবীব হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরকার সহ অন্যরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।