ফরিদপুরে আকস্মিক বন্যায় জেলার চারটি ইউনিয়ন চরমাধবদিয়া, নর্থ চ্যানেল, আলিয়াবাদ ও অম্বিকাপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার পরিবার ঘর ছাড়া। ঘরের মেঝেতে থৈ থৈ করছে পানি। পরিবারগুলোর ঠাঁই হয়েছে রাস্তার পাশে অথবা বেড়িবাধের উপরে। কোন রকমে ঝুপড়ি তুলে দিন যাপন করছে এসব পরিবার। আবার অনেক পরিবার রয়েছে পানি বন্দি অবস্থায়। তারা ঘরছেড়ে যেতেও পারছে না কোথাও, আবার রয়েছে খাদ্য সংকটও। এমন অবস্থায় এ সকল বন্যার্ত পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছেন ফরিদপুর জেলা পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা) এর নির্দেশনায় আজ ১৮ জুলাই শনিবার সন্ধ্যা ৭.০০ থেকে রিজার্ভ অফিসার এস আই মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি টিম ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকাসহ বানু ফকিরের ডাঙ্গী, বালিয়াডাঙ্গী, মদন খালি, পালডাঙ্গী, ব্যাপারীডাঙ্গীর শতাধিক পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি লবন, ২ টি করে সাবানের একেকটি প্যাকেট দেয়া হয়।
এস আই আনোয়ার হোসেন জানান, প্রত্যেক পুলিশ সদস্যের বেতনের টাকা থেকে কিছু কিছু করে নিয়ে এসপি স্যার একটি তহবিল গঠন করেছেন। যে তহবিল গঠন করা হয়েছে বিভিন্ন দুর্যোগে অসহায় ব্যাক্তি বা পরিবারকে সাহায্য করার জন্য। সেই তহবিল থেকেই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের সমস্যা যতটুকু সম্ভব দুর করার চেষ্টা করাই আমাদের মুল উদ্দেশ্য।