• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
স্বর্ণবিজয়ী তায়কোয়ান্দো অ্যাথলেট শাম্মী আক্তারকে ফ্ল্যাট ও অর্থ হস্তান্তর ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে স্বর্ণবিজয়ী তায়কোয়ান্দো অ্যাথলেট শাম্মী আক্তারকে প্রধানমন্ত্রী প্রদত্ত ফ্ল্যাটের কাগজপত্র ও পঁচিশ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র হস্তান্তর করেন। যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশেই থাকেন। তিনি ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক। করোনাকালেও সরকার খেলোয়াড়দের সর্বোচ্চ সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

ফ্ল্যাটের কাগজপত্র ও পঁচিশ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র গ্রহণকালে স্বর্ণবিজয়ী তায়কোয়ান্দো অ্যাথলেট শাম্মী আক্তার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চিরকৃতজ্ঞ। তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।