মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যদায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রামের উদ্যোগে আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
এই অনুষ্ঠানটি ১৮ই ডিসেম্বর সকাল ১১টায় সরাসরি জুম এ্যাপসের মাধ্যমে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই কন্ফারেন্সের আলোচনা সভার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে কন্ফারেন্সের যুক্ত ছিলেন সোহেল রানা উপজেলা শিক্ষা কর্মকর্তা,মো:মরতুজা খান উপজেলা ভূমি কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান মনসুর আলী এবং উপজেলা ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের এফ ও চয়ন মহালদার বিজনেস এডভাইজরী কমিটির,সভাপতি গৌতম সাহা, সহ-সভাপতি নিতীশ মন্ডল,প্রচার সম্পাদীকা বিথীকা রায়, সদস্য প্রশান্ত কুমার বৈদ্য,তপন তরপফদার,সাধারন-সম্পাদক রোমান আহম্মদ,প্রচার সম্পাদক অনিমেশ বিশ্বাস,প্যারাকাউন্সির শিবানী মন্ডল আরো অনেকে,অভিবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এই কন্ফারেন্সের আলোচনা মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।