চরভদ্রাসনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ ইং পালিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ওকাপ এনজিও প্রতিষ্ঠান দিবসটি বাস্তবায়ন করেন।
এ উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইমদাদুল হক তালুকদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাটির সার্বিক পরিচালনা করেন স্থানীয় ওকাপ এনজিওর সুপারভাইজার সাব্বিরুজ্জামান। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার ও বিদেশ ফেরত নির্যাতিত অভিবাসীবৃন্দ।