• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
শেখ হাসিনার সরকার সকল ধর্মের লোকদের স্বাধীনভাবে ধর্ম পালনের নিশ্চয়তা দিচ্ছে -এমপি নিক্সন চৌধুরী

বাইশরশি সেবা আশ্রমের উদ্বোধনের ফলক উন্মোচন শেষে বক্তব্য রাখছেন এমপি নিক্সন চৌধুরী-

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার সকল ধর্মের লোকদের স্বাধীনভাবে ধর্ম পালনের নিশ্চয়তা দিচ্ছে। ধর্ম যার যার সেই পালন করবে। এতে কোন বাধা নেই। তিনি গতকাল রবিবার বিকেলে সদরপুরের বাইশরশি নিন্দানন্দ সেবা আশ্রম এর নির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশে ধর্ম পালনে কারো বাধা নেই। আগামীতে দলমত নির্বিশেষে স্বাধীনভাবে ধর্ম পালনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও দেশের দেশের স্বার্থে কাজ করে যেতে হবে। এমপি নিজ তহবিল থেকে সেবা আশ্রমের ভবন নির্মাণ কাজে ৫ লক্ষ টাকা প্রদান করেন। সেবা আশ্রমের সভাপতি প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনয়ন চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম শাহাবুর সহ হিন্দু সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ। এরপর তিনি আকোটেরচর একটি ফুটবল ফাইনাল পুরস্কা বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।