• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
শেখ রাসেলের জন্মদিনে ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের উপহার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

শেখ রাসেলের জন্মদিন স্মরণীয় করে রাখতে ফরিদপুরে মাদ্রাসার শতাধিক কোমলমতি এতিম শিশুদের মাঝে পাঞ্জাবী উপহার দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ফরিদপুরের সদর উপজেলার মধ্যপাড়া এবতেদায়ী মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীকে এ উপহার দেওয়া হয়।

এ সময় ফরিদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সুমন মিয়া, ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বি মোল্লা, সাবেক প্রচার সম্পাদক সাজিদুল ইসলাম, রুকসুর সাবেক সদস্য রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থী নতুন পাঞ্জাবি পেয়ে আনন্দে তার চোখে পানি চলে আসে। সে জানায়, তার বাবা না থাকায় ঈদেও নতুন পাঞ্জাবি পড়তে পারেনি। ছাত্রলীগের ভাইয়েরা তাকে নতুন পাঞ্জাবি দেয়ায় তার আনন্দের শেষ নেই।

এব্যাপারে মাদ্রাসাটির শিক্ষক শহিদুল ইসলাম জানান, “এখানে যারা এতিম ও গরিব শিক্ষার্থী তাদেরকে পাঞ্জাবি দেয়ায় যেন তারা ঈদের মত খুশি হয়েছে। মাদ্রাসার শিশুদেরকে শেখ রাসেলের সাথে পরিচিত করার জন্যই এ আয়োজন। কারণ মাদ্রাসার শিশুরা শেখ রাসেলের মতই নিস্পাপ।”

এব্যাপারে ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ জানান, ছাত্রলীগকে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে নিয়ে যেতে চাই। মাদ্রাসা শিক্ষার্থীরাও যেন আমাদের ভালবাসা থেকে দূরে না থাকে সেই লক্ষেই আমরা শেখ রাসেলের জন্মদিনে এই ব্যতিক্রমী আয়োজনটি মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে করেছি।

পাঞ্জাবি বিতরণ শেষে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সেখানে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও শেখ রাসেল সহ ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে কোমলমতি শিশুরা দোয়ায় অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।