করোনা টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেবে বন্ধুপ্রতিম চীন।ইতিমধ্যে করোনা মোকাবিলায় চীন অনেকটা এগিয়েছে,সেক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়েছে।
সারা বিশ্বজুড়ে প্রাণঘাতি হিসেবে দেখা দেয়া করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিপুলসংখ্যক টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ চীন। চীন বরাবরই বাংলাদেশের পরম বন্ধু।
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য করোনা মহামারিরোধে চীন বরাবরই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিল, আগামীতেও থাকবে।
, এরই মধ্যে এ বিষয়ে ঢাকার চীনা দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে।
এরই মধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ১৪ জন। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।