• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে নন এমপিও শিক্ষা কর্মচারীদের মাঝে জেলা প্রশাসকের ঈদ উপহার

ফরিদপুর জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও কর্মচারীদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। আজ ১৯ মে, ২০২০ খ্রিস্টাব্দ শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়। উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি, আলু, সাবানসহ অন্যান্য দ্রবাদি।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা শহরের বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ব্যক্তি রয়েছেন যাদের এখনো এমপিও হয়নি। বর্তমানে করোনা ভাইরাসের কারনে তারা নানাবিধ অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হচ্ছিল। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বিষয়টি জানা মাত্র তাদের ঈদ উপহার প্রদানের ব্যবস্থা করেন।

জেলা প্রশাসক প্রদত্ত ঈদ উপহার পেয়ে ঈশান ইন্সটিটিউটের নৈশ প্রহরী আয়ুব আলী বলেন, আমি নৈশ প্রহরী। এখনো আমার এমপিও হয়নি। রাতে স্কুলে ডিউটি করি। দিনের বেলায় অন্য কাজ করতাম। করোনা ভাইরাসের কারনে দিনের বেলায় কাজকর্ম বন্ধ থাকায় সমস্যা হচ্ছিল। আজকের এ উপহার পেয়ে আমার খুউব উপকার হল। তিনি জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ঈশান ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম ইউসুফ আলী, বায়তুল মোকাদ্দেম ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক বেগম শামসুন্নাহার জলি প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।