• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে নানা আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসাবে (১৯ এপ্রিল) মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন কৃষক লীগের নেতৃবৃন্দ।

পুস্পমাল্য অর্পণ শেষে জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে, প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।

এরপরে ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি এর নেতৃত্বে, সকাল সাড়ে ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, মহিলা বিষয়ক সম্পাদিকা ও ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রভাষক সবিতা বৈরাগী, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আকতার, নগরকান্দা উপজেলা সভাপতি জিন্নাত সরকার, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমির খন্দকার প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষক ও কৃষি খাতকে উন্নত করতে সকল ধরনের সহযোগিতা করে আসছে। কৃষকের জন্য সার. কীটনাশক, হ্রাসকৃত মূল্যে, ভর্তুকী প্রদান, সেচ, পানি ও বিদ্যুৎ সহজলভ্য করেন। এই সরকার জনগণের সরকার। কৃষকের কৃষিপণ্য আজ সহজলভ্য। কৃষকের কোনো ক্ষতি না হয় সেজন্য প্রধানমন্ত্রী কৃষি ঋণ ঘোষণা করেছেন। যা সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।