রাজশাহী বাগমারা উপজেলা হাট খুজিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক -মোহাম্মদ ইয়াদ আলী স্যারের চাকরির অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
করোনা জনিত কারণে ঘরোয়াভাবে শুধুমাত্র অফিসকক্ষে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের দ্বারা বিদায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন ,শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম সাজু ও মোঃ খোয়াজ উদ্দিন, বিলকিস আরা সহ অন্যান্য সদস্যবৃন্দ ।
সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা থাকার কারনে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আউচপাড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সরদার জান মোহাম্মদ উপস্থিত থাকতে পারেননি।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের কর্মচারী মোঃ মতিউর রহমান, আলমগীর হোসেন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন
সুফিয়া খানম , বিলকিস আরা, মনোতোষ কুমার, মোঃ খোয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম সাজু নীরেন্দ্রনাথ , আব্দুল মালেক, ইসাহাক আলী,আবু সাঈদ মোহাম্মদ , সিরাজুল ইসলাম সহ, প্রধান শিক্ষক ,টি এম আলী আক্কাস।
উল্লেখ্য যে বিদায়ী শিক্ষক মোহাম্মদ ইয়াদ আলী স্যার ০১/০১/৭৯ থেকে আজ পর্যন্ত অত্যন্ত নিষ্ঠা ও কৃতজ্ঞতার সাথে অত্র বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে সুনামের সাথে চাকরি করেন।
সকলের স্মৃতিচারণ মূলক বক্তব্যে অনুষ্ঠানটি একটি বেদনাদায়ক অনুষ্ঠানে পরিণত হয়।বিদায় শিক্ষক মোহাম্মদ ইয়াদ আলী স্যারের বক্তব্য রাখার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই সকলের দীর্ঘায়ু কামনা করেন এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
পরিশেষে মহান আল্লাহর কাছে সবার জীবনে দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।