• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং

দূর্যোগে মানুষের সেবায়

ফরিদপুর পল্লী বিদ্যুৎ ৩৩টি “আলোর গেরিলা”গ্রুপ তৈরী করেছে

দূর্যোগে মানুষের সেবায়

ফরিদপুর পল্লী বিদ্যুৎ
৩৩টি “আলোর গেরিলা”গ্রুপ তৈরী করেছে

বিজয় পোদ্দার,সাংবাদিক ও কলামিস্ট :তুমিই তো জাগ্রত সৈনিক/তোমাতে রয়েছে একাত্তরের ছায়া/বিদ্যুতের আলো জ্বালাবে তুমি/টেকনাফ থেকে তেতুলিয়া……. যখন মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্থ দেশ ও পৃথিবী তখন মানুষের সেবায় উৎসর্গ করেছেন ফরিদপুর পল্লী বিদ্যুতের ২৬৪জন প্রকৌশলী, লাইনম্যান মাঠকর্মী। আলোর গেরিলা নামে ফরিদপুর পল্লী বিদ্যুৎ ৩৩টি গ্রুপ তৈরী করেছে। প্রতিটি গ্রুপে ৮জন করে সদস্য রয়েছে। জেলার ৯টি উপজেলায় যে-কোন পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থাপকে সচল রাখতে এই বিদ্যুতের গেরিলা যোদ্ধারা ২৪ ঘণ্টা সক্রিয়ভাবে কাজ করবে। দূর্যোগে মানুষের সেবায় পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন গেরিলা গ্রুপ সদস্যরা। করোনা ভাইরাসে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকাসহ ৯টি উপজেলায় হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, জরুরী আইসোলেশন, ভেন্টিলিশন ও জরুরী চিকিৎসা যন্ত্র সচল রাখতে এবং প্রাকৃতিক দূর্যোগ ও পবিত্র মাহে রমযানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে এই গেরিলা গ্রুপ সক্রিয় থাকবে। শনিবার রাতে ফরিদপুর সদর উপজেলায় কানাইপুর ইউনিয়নের ফরিদপুর পল্লী বিদ্যুৎ ভবনে আলোর গেরিলা গ্রুপের যোদ্ধাদের সাথে জরুরী বৈঠক করেন ফরিদপুর পল্লী বিদ্যুতের জি.এম. আবুল হাসান। তিনি সকলকে দেশের এই সঙ্কটে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যু ভয় উপেক্ষা করে ২৪ ঘণ্টা সক্রিয় থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা এসেছে। সেখানে গেরিলা যোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। আজ দেশের চলমান পরিস্থিতিতে আপনারা গেরিলা যোদ্ধা হিসেবে বিদ্যুতের জ্বালিয়ে মানুষের সেবায় নিয়োজিত আছেন এটা বীরত্বের। তিনি বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈনউদ্দিন (অবঃ)-এর নির্দেশে করোনা ভাইরাস পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার দূর্যোগ মোকাবেলা করে আলোর গেরিলা কার্যক্রম শুরু হয়েছে। দেশের ২ কোটি ৮৫ লক্ষ গ্রাহক এবং ১২ কোটিরও বেশী মানুষের ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে আমরা কাজ করছি। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি, ২৭৬টি জোনাল অফিস, ১৪২টি সাব-জোনাল অফিস, ১১০টি এরিয়া অফিস ও ১১৬টি অভিযোগ কেন্দ্র মিলে ১৬২৪টি কার্যালয়ের মাধ্যমে সকল সমস্যা নিরসনে কাজ করা হচ্ছে। ফরিদপুরে পল্লী বিদ্যুতের মাধ্যমে সংযোগ সুবিধা পাচ্ছেন ৩ লক্ষ ৬৭ হাজার ৭৭৫ গ্রাহক। আর প্রায় ১৭ লক্ষ মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত। ২১৬১ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ বিস্তৃত। ৭৯টি ইউনিয়ন, ১৮০৬টি গ্রামে কাজ করছে সেবার মহানব্রত নিয়ে এই দপ্তর।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।