সুমন ভূইয়াঃ ঢাকার অদূরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন মওকুফের দাবি জানিয়েছেন সাভার উপজেলা ছাত্র ইউনিয়ন। সংগঠনের সাভার উপজেলা কমিটির সভাপতি ইসহাক সাগর ও সাধারণ সম্পাদক খালিদ রাব্বি এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাভার আশুলিয়া শ্রমিক অধ্যুষিত অঞ্চল। এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মধ্যবিত্ত, পরিবারের সঙ্গে সঙ্গে শ্রমিকদের সন্তানরাও লেখাপড়া করেন। ফলে অনেকের পক্ষেই এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ফি/বেতন প্রদান করা সম্ভব না। কারণ এমনিতেই সর্বত্র লকডাউনে স্বল্প আয়ের মানুষের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।
তাছাড়া এখন সাধারণ মানুষের অনেকে নিজেদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় চাহিদা মিটাতেই হিমশীম খাচ্ছে। এই অবস্থায় অবিলম্বে সরকারকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে শিক্ষা খাতেও প্রনোদনা নিশ্চিত করতে হবে। যেন শিক্ষকরাও এই সময়ে তাদের ন্যায্য অধিকার পায়। আবার শিক্ষার্থীরা তাদের টিউশন ফি’র জন্য শিক্ষাজীবন থেকে ঝরে না পরে।
এতে তারা অবিলম্বে সরকার ও স্থানীয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যেই এবিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান।