ফরিদপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে সদরপুরের জয়লাভ
ফরিদপুর,১৯ নভেম্বর ২০২১ শুক্রবার
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আইজিপি কাপ(অনূর্ধ্ব ১৯) বালক ও বালিকা বিভাগের জাতীয় কাবাডি প্রতিযোগিতায় আজ ১৯ নভেম্বর দিনের প্রথম খেলায় জয়লাভ করেছে সদরপুর উপজেলা।
সকালে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের খেলায় তারা এক পয়েন্টের ব্যবধানে মধুখালী উপজেলা দলকে পরাজিত করে।
সদরপুর ৪৫ ও মধুখালী ৪৪।
প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে আজকে আরো সাতটি খেলা অনুষ্ঠিত হবে বলে। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।