• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
দুর্নীতিকে না বলে সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করুন – ইউএনও ভাঙ্গা

মো: রমজান সিকদার ,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১৯/৫/২২

ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার সকালে ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিম উদ্দিন। তিনি বলেন দুর্নীতিকে না বলে সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করেন। এমনিতেই ভূমি অফিসের বিরুদ্ধে নানা অভিযোগ বিভিন্ন সময় ওঠে এসব অভিযোগ এর পুনরাবৃত্তি আর যাতে না হয় সেজন্য স্ব-স্ব স্থানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত তহসিলদার, ভূমি অফিসের সেবা গ্রহণকারী নারী-পুরুষ, সংবাদকর্মী প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেন। এসময় সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান বলেন, ভূমি অফিস দুর্নীতিমুক্ত রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে ভূমি সেবা ডিজিটাল পদ্ধতিতে সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।