মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-১৯/০৪/২০২১
ফরিদপুরের ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে ১ দিনে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে এদের দুইজনেরই দাফন সম্পন্ন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির জানায়, পৌরসদরের নওপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুর রহমান মিয়া(৬৫) করোনায় পজিটিভ আসলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
রোববার দিবাগত গভীর রাতে সে মারা যায়। সোমবার সকালে তাকে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে সে স্বাস্থ্য বিভাগের করনিক পদে চাকুরি করে সম্প্রতি অবসরে যান তিনি।
অপরদিকে ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মৃত লুৎফর শরীফের ছেলে মুকুল শরীফ(৪০) করোনায় পজিটিভ হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেও রোববার গভীর রাতে মারা যায়।
তাকে সোমবার সকালে ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে সে ডেভোলপার ব্যবসায়ী ছিলেন।
উল্লেখ্য করোনা শুরুর হতে আজ পর্যর্ন্ত ভাঙ্গায় করোনা পজিটিভ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।