• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ ইং
কুষ্টিয়ায সাংবাদিকের অফিস ভেঙে কম্পিউটার ও বিভিন্ন মালামাল টাকা চুরি

করতোয়া ও দৈনিক ডেল্টা টাইম ও উৎসব টেলিভিশন কুষ্টিয়া জেলা প্রতিনিধির কুষ্টিয়া অফিস ভেঙে মঙ্গলবার দিবাগত রাতে চৌড়হাস বড় পুকুর পাড়ে অফিস ভেঙে কম্পিউটার বিভিন্ন মালামাল টাকা জরুরি কাগজ পত্র চুরি করে নিয়ে যায়।

এ বিয়যে কুষ্টিয়া সদর থানায অবহিত করলে এস আই জাহাঙ্গীর সরে জমিন তদন্ত করে। এ বিষয়ে অজ্ঞাত ব্যাক্তির নামে মামলার প্রস্ততি চলছে। চৌড়হাস মাদক বিক্রিতা ও মাদক সেবনকারি সংখ্যা বেড়ে গেছে। এখনি অতিব জরুরি প্রশাসনের পদক্ষেপ,তা না হলে একদিকে যেমন মাদক বিক্রিতা অন্য দিকে মাদক সেবন কারি চোরের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেখানে সাংবাদিকদের অফিসে চুরি সেই এলাকেতে সাধারণ মানুষের কি অবস্থায় আছে তা সাধারণ মানুষের ভেবে দেখার । চৌডহাস মোড়ে ঈদের পরে ছানোর দোকান ভেঙে প্রায় ১ লক্ষ টাকার মত মালামাল চুরি হয়েছে। এভাবে প্রতিনিয়ত চৌডহাসে চুরি ঘটনা ঘটেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।