করোনায় একই পরিবারের তিনজন আক্রান্ত
করোনা ভাইরাসে একদিনে একই পরিবারে ৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আজ (১৮ মার্চ) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন এ পরিবারের একজন ইতালি ফেরত ছিলেন। পরিবারের একজন নারী ও দুইজন পুরুষ আক্রান্ত হয়েছেন। পুরুষ একজনের বয়স ৬৫ ও অপর একজনের ৩২ বছর।