চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি:-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গত বুধবার শতাাধিক হিন্দু পরিবারে ধুঁমধামের সাথে মনষা পঁূজা উদযান করা হয়েছে। মা মোনষা দেবীর যজ্ঞ. অর্চনা, চন্ডী পাঠ ও প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে পূঁজা পর্বগুলো সম্পন্ন করেছে উপজেলার হিন্দু ধর্মালম্বীরা। হিন্দু ধর্মালম্বিদের বিশেষ করে উপজেলার ওঁঝা পরিবারগুলো
অত্যান্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পঁুজাটি উদযাপন করেেেছেন বলে জানা গেছে।
উপজেলার স্বনামধন্য ওঁঝা অভিমান্য সরকার বলেন, “ সারা বছর আমি বীনাস্বার্থে মানুষের মানুষের জীবন মরন সন্ধিক্ষনে একা লড়াই করি। তিনি আরও জানান, প্রতি বছর আমার হাতে অনেক সাপেকাটা রুগী ভালো হয়। তাই বছরে একদিন মনষা দেবীর পূঁজা অর্চনায় মেতে থাকি”।
উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্র জানায়, বিগত দিনের তুলনায় এ বছর উপজেলায় অধিক সংখ্যক পরিবারে মনষা পূঁজাটি উদযাপন করা হয়েছে। উপজেলায় প্রায় ২শ’ হিন্দু পরিবারে মনষা পূজা উদযান করা হয়েছে বলে ধারনা রয়েছে। মনষা পঁূজার পর্বগুলোর মধ্যে প্রাতঃস্নান, প্রসাদ গ্রহন, নামযজ্ঞ কীর্তন, চন্ডীপাঠ, মনষা দেবীর চরনে আলোকসজ্জা সহ প্রসাদ প্রদান ও উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরন পর্ব রয়েছে। উপজেলা পঁূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ
টিকাদার বলেন, “ এ বছর অনেক পরিবারে মোনষা পঁুজা উদযাপনের পর সারারাত বাংলা সংস্কৃতির পালা গান ও বাউল গানে মেতে উঠেছিল। তাই এবারের মোনষা পঁুজাটি ধুঁমধামের সাথেই উদযাপন করা হয়েছে”।