নিজস্ব প্রতিবেদক:-
জনশুমারি ও গৃহগণনা ২০২২এর ৩য় জোনাল অপারেশন কার্যক্রমের ফরিদপুর জেলার উপজেলা শুমারি সমন্বয়কারী এবং জোনাল অফিসার দের ০২ দিন ব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মণ্ডল, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক পান্না বালা। সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মীনাক্ষী বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে ডিজিটাল শুমারির মাধ্যমে তথ্যের গুণগত মান ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন ভবিষ্যতে বিবিএস এর মাধ্যমে এনপিআর বাস্তবায়ন এবং উন্নত বিশ্বের মত ইউনিক আইডি জেনারেট করা যাবে যার মাধ্যমে যেকোন স্তরের সুবিধাভোগী নির্বাচনে সহায়ক হবে।তিনি জনশুমারি কাজে প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।আগামী২১-২৬ তারিখে ৩য় জোনাল অপারেশন অনুষ্ঠিত হবে,এ কার্যক্রমে খানার হ্রাসবৃদ্ধি অনুযায়ী ম্যাপ হালনাগাদ,শুমারিতে ব্যবহৃত ট্যাবে নেটওয়ার্ক টেস্টিং সহ আইসিএমএস সফটওয়্যার আপডেট করা এবং পাশাপাশি গণনাকারী সুপারভাইজার তালিকা হালনাগাদ করা এবং টেস্টিং ডাটাও সার্ভারে প্রেরণ করা হবে। মূল শুমারি কাজ আগামী ১৫-২১ জুন ২০২২ সময়ে অনুষ্ঠিত হবে।ফরিদপুর জেলায় শুমারি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৩টি শুমারি এলাকায় ভাগ করা হয়েছে,ফরিদপুর চরভদ্রাসন ও সদরপুর নিয়ে শুমারি এলাকা ০১,ভাংগা নগরকান্দা ও সালথা নিয়ে শুমারি এলাকা ০২ এবং আলফাডাঙ্গা মধুখালি এবং বোয়ালমারী উপজেলার শুমারি এলাকা ০৩ গঠণ করা হয়েছে।৫২ জন জোনাল অফিসার এবং ০৯ জন উপজেলা শুমারি সমন্বয়কারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।বিবিএস থেকে ন্যাশনাল একাউন্টিং উইং এর পরিসংখ্যান কর্মকর্তা জনাব উলফাত জাহান সজনী এবং ভাংগা উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা জনাব মোঃ মেহেদী হাসান শুমারি এলাকা ০২ ও ০৩ এর শুমারি সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।