• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুর জেলা প্রশাসন ও শিক্ষা অফিস কর্তৃক ভার্চুয়াল স্কুলের সভা অনুষ্ঠিত

“আমার গ্রাম, আমার শহর, ফরিদপুর হবে শিক্ষা নগর” এই শ্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে ফরিদপুরে ভার্চুয়াল স্কুল এর কার্যক্রম বেগবান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে, শহরের কবি জসিমউদ্দিন হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল কবির, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান।

অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন।

ভার্চুয়াল স্কুলের কর্মকান্ড নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অপুর্ব কুমার দাস এবং আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাজিয়া সুলতানা।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানি মন্ডল, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, ঈশান ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক এ কে ইউসুফ আলী, মঙ্গলকোট আমাদের স্কুল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আক্কাস প্রামানিক, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষা কার্যে ব্যহত বিভিন্ন বিষয়াদি তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে এ সমস্যা থেকে উত্তোরণ সম্ভব সে বিষয়ে আলোকপাত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তির সহজীকরণ করেছে। দ্রুতগতির ইন্টারনেট এখন অকল্পনীয়ভাবে সহজলভ্য। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থা সচল রাখতে হবে। তিনি আরও বলেন, যেকোন মূল্যে শিক্ষার্থীদের নিকট মানসম্মত শিক্ষা পৌছে দিতে হবে। শুধু শিক্ষা নয়, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্তরিকতায় আবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের মনোজগতে শিক্ষকরা পৌছতে পারলেই আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।