• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
সাংবাদিক রোজিনা ইসলাম এর মুক্তির দাবিতে  ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ছবি - সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক কুমার দাস ,ফরিদপুর জেলা প্রতিনিধি

সাংবাদিক  রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর  প্রেসক্লাব । আজ বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মিজানুর রহমান মানিক, কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক, রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা,বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের জেলা প্রতিনিধি রেজাউল করিম, মহিলা পরিষদের সভাপতি শিপ্রা রায়,সুহৃদ সমাবেশের সম্পাদক কাজি সবুজ , প্রথম আলো বন্ধুসভার সভাপতি সুজিত কুমার দাস। অনুষ্ঠানে রোজিনা ইসলাম কে নিয়ে গান পরিবেশন করেন ব্লাস্ট এর সভাপতি শিপ্রা গোস্বামী।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ, সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ সহ ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর।
সভায় বক্তারা অবিলম্বে রোজিনা ইসলাম এর মুক্তি দাবি করেন এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা বলেন স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, রোজিনা ইসলাম এর প্রতিবাদ করায় তার উপর যা ঘটেছে তা নিন্দনীয়। এ ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
একই সাথে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।