বিশেষ প্রতিনিধি
ফরিদপুরে আলফাডাঙ্গা ভোরের কাগজ প্রতিনিধি কবীর হোসেনের বাড়ি আলফাডাঙ্গা হাসপাতালের সংলগ্ন বাড়ির দড়জার সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮.৩.২২)সকাল ১০টার দিকে পৌর এলাকায় হাসপাতাল রোড়ের নিচ বাড়ি থেকে ওই সাংবাদিকের লাল রংগের বাজাজ ১০০ সিসির ডিসকভার গাড়ি চুরি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম । তবে এখনো চোর শনাক্ত করতে পারেনি।
জানা যায়, আলফাডাঙ্গা প্রেসক্লাবের অন্যতম সদস্য,ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন সকাল ৮ টায় দিকে পৌর বাজার গিয়ে মাছ ও তরিতরকারি ক্রয় করে বাড়ির সন্মূখে দড়জার সামনে মোটর সাইকেলটি ঘাড় লক করে বাড়ির ভিতরে রুমে বিশ্রাম নেয়। বিকেলে বাড়ি থেকে বাহির হয়ে দেখতে পায় গাড়িটি নেই, এমন ঘটনার পুলিশকে জানিয়ে অনেক খোঁজাখুঁজি করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ির কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান পুলিশ। এঘটনায় আলফাডাঙ্গা সাংবাদিক সমাজ খুবই উদ্ধিগ্ন।
থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। চোর শনাক্ত করতে চেষ্টা অব্যাহত থাকবে।