নাচোলে চাউল মিল মালিক সমিতির কার্যালয়ের উদ্বোধন শেষে চাল হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চাউল মিল মালিক সমিতির কার্যালয়ের উদ্বোধন শেষে চাল হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাচোল রেলস্টেশন বাজারে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শওকত আকবর মিলন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
দেশে মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলায় সমিতির পক্ষ থেকে উপজেলার অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়ানোর কথা ভেবে আজ দুপুর ১২টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার নিকট মিল মালিক সমিতির পক্ষ থেকে নাচোল উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ৭ মেঃ টন চাল হস্তান্তর করেন।