রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৯ই মে (মঙ্গলবার) সকালে মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে এন.ডি.ডি সুরক্ষা ট্রাষ্টের অধিনে দ্বিতীয় দফায় বিভিন্ন প্রকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে: চাল ১০ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, সেমাই ২৫০ গ্রাম ও ১টি সাবান।
ইতিপূর্বে গত ২০/০৪/২০২০ ইং তারিখে প্রথম দফায় মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে এন.ডি.ডি সুরক্ষা ট্রাষ্টের অধিনে বিভিন্ন প্রকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছিল।
আজ মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন: মোঃ সানওয়ার হোসেন, মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার। আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুস সালাম (চেয়ারম্যান), মোহনপুর উপজেলা পরিষদ। মোসাঃ সানজিদা রহমান রিক্তা, (নির্বাহী পরিচালক) মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোহনপুর উপজেলা পরিষদ। মোঃ ইসরাইল হোসেন (ইউপি সদস্য), বাকশিমইল ইউনিয়ন পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।