সুমন ভূইয়াঃ সাভারে সকল মার্কেট বন্ধ রেখে মঙ্গলবার থেকে পুনরায় কেবলমাত্র একটি মার্কেট খোলা রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা।
প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সাভার নিউমার্কেটের সামনে অবস্থান নেন কয়েকশো ব্যবসায়ী।
একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের দু’পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তির কবলে পড়েন হাসপাতাল গমনেচ্ছু নারী-শিশুসহ অনেক। আটকে পড়ে কয়েকশো পণ্যবাহী যানবাহন।ব্যবসায়িরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন লক ডাউন থাকার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সাভারের সকল বিপণিবিতান।গত ১০ এপ্রিল থেকে সীমিত পরিসরে মার্কেটগুল খুলে দেয়া হলেও সামাজিক দূরত্ব না মানায় চার দিনের ব্যবধানে সকল মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।
তবে সোমবার এক সিদ্ধান্তে সকল মার্কেট আগের মতোই বন্ধ রেখে কেবলমাত্র সাভার সিটি সেন্টার খুলে দেয়ার সিদ্ধান্ত নিলে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা।
প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই মার্কেটগুলো সামনে জড়ো হতে থাকেন ব্যবসায়ী ও কর্মচারীরা। বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে তারা সাভার নিউ মার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রশাসনের সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে সকল মার্কেট খুলে দেওয়ার দাবি।ব্যবসায়ীরা জানান, যদি খোলা রাখতেই হয় তাহলে সকল মার্কেট খোলা থাকবে।
কেবলমাত্র বিশেষ একটি মার্কেট খোলা রাখার সরকার সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান তারা।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, একটি মার্কেট কমিটি পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানতে পারবে এমন শর্তসাপেক্ষে উপজেলা প্রশাসন ওই মার্কেটটি খোলার অনুমতি দিয়েছিল। আমরা চেষ্টা করছি ব্যবসায়ীদের বোঝাতে যাতে তারা সড়ক থেকে সরে যান।