সালথায় “মানবতার কল্যাণ” নামে সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিতঃ 4 বছর আগে
365 বার দেখা হয়েছে
০
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় “মানবতার কল্যাণ” নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ সংঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠন মানব কল্যাণে সব সময় কাজ করবে।
এ সময় সকলের সম্মতিক্রমে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারকে সভাপতি ও মোঃ হাসান শিকদারকে সাধারণ সম্পাদক করে “মানবতার কল্যাণ” সালথা, ফরিদপুর নামে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, হাবিবুর রহমান লাভলু, সেলিম মোল্যা, সোহেল রানা (ফরহাদ মোল্যা), যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাংগঠণিক সম্পাদক আবু নাসের হুসাইন, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, কোষাধক্য বিকুল মুন্সী, আইসিটি সম্পাদক ফিরোজ আল মাহমুদ, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমূখ।
উক্ত সংগঠনের উদ্যেগে আগামী ২৩ ডিসেম্বার বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং পরীক্ষা করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।