ফরিদপুরে ইট ভাটা মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ 4 বছর আগে
330 বার দেখা হয়েছে
০
ফরিদপুর জেলা ইট ভাটা মালিক সমিতির নবনিবার্চিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের টেপুরাকান্দিস্থ খলিফা কামালউদ্দিনের ইট ভাটাস্থ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি খলিফা কামালউদ্দিনের সভাপতিত্বে পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে উপদেষ্টা খন্দকার জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া কুটি, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ মিয়া ও মো. মোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক- মো. নূর মোস্তফা সুমন, কোষাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
গত ১২ ডিসেম্বর জেলা ইট ভাটা মালিক সমিতির এই দ্বীবার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শ্যামল কুমার বিশ্বাস, মোজাফফর হোসেন বাবুল, নাজমুল আহসান নাঈম, মজিবুর রহমান মাতুব্বর ও আবু সাঈদ পান্নু, দপ্তর সম্পাদক খন্দকার জোবায়ের আহমেদ, প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম, কার্যকরী সদস্য খন্দকার মোরশেদুর রহমান লিমন, ডা. সাঊদ মো. সালেহ, মাহমুদ হাসান, আবু জাফর সিদ্দিকী, কাজী জাফর, দেলোয়ার হোসেন, হায়দার মোল্যা, মো. রুবেল হোসেন দুলাল, তানভির কামাল সাব্বির ও দ্বীপ। জেলার ১৩২ জন ইট ভাটা মালিক এই কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন।