কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌতুকের অর্থ না দেওয়ায় গৃহবধূর ওপর শারীরিক নির্যাতন করার অপরাধে পাষণ্ড স্বামী স্বপন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাষণ্ড স্বামী স্বপন শেখকে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত স্বপন শেখ আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দর ইউনিয়নের কুমুরতিয়া গ্রামের কুবাদ শেখের ছেলে।
আলফাডাঙ্গাো থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজার নেতৃত্বে মঙ্গলবার রাত ১ টার দিকে
উপজেলার টগরবন্দর ইউনিয়নের কুমুরতিয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মো. ইকরামুজ্জামান ইয়ার মোল্যা’র মেয়ে ইলমা জামান (২৩) সঙ্গে ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলার কুমুরতিয়া গ্রামের কুবাদ শেখের ছেলে স্বপন শেখ (৩৮) সঙ্গে ২০১৯ সালে পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। এই দম্পত্তির দুই বছর দুই মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
মেয়ের সুখের কথা চিন্তা করে বাবা ইকরামুজ্জামান ইয়ার মোল্লা ইতিমধ্যে আসবাবপত্র সহ সাড়ে চার লাখ টাকা যৌতুক দেন জামাই স্বপনকে। আরো এক লাখ টাকা পরবর্তীতে দিবেন বলে আশ্বস্ত করেন মেয়ের বাবা। কিন্তু বাকি ১ লাখ টাকা আর্থিক অভাব অনটনের কারণে অপরাগতা প্রকাশ করেন তিনি।
এর জের ধরে গত ২০২২ সালের মে মাসের ৪ তারিখে ইলমাকে অস্বাভাবিক শারীরিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ইলমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এই ঘটনা নিয়ে পরবর্তীতে স্বপন শেখ ও তার পরিবারের লোকজন পুনরায় কোনো যৌতুক দাবি করবে না ও ইলমাকে শারীরিক নির্যাতন করতে পারবেন না এ মর্মে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
সবশেষ গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্বামী স্বপন শেখ ও তার পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে যৌতুকের দাবীতে মারধোর শুরু করে।একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে ইলমা জামানকে তার বাবার বাড়ির লোকজন উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভুক্তভোগী গৃহবধূর পিতা ইকরামুজ্জান মোল্যা বাদী জামাই স্বপন শেখসহ তার পরিবারের আরো চার সদস্যের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন।
জানতে চাইলে থানার ওসি সেলিম রেজা বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
কবির হোসেন
তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৪