• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং
গলাচিপায় ঘর পাচ্ছে ৫০০ গৃহহীন পরিবার

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং।
পটুয়াখালীর গলাচিপায় মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের মধ্যে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৫টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের মাঝে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্বোধন কার্যক্রমের সঙ্গে ভার্চুয়ালি গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তন থেকে যুক্ত থেকে উপজেলায় নির্মাণাধীন দ্বিতীয় পর্যায়ে ৫০০টি ঘরের শুভ উদ্বোধন ঘোষিত হবে। উদ্বোধন অনুষ্ঠানের দিন ১০০ সুবিধাভোগীকে জমি ও গৃহ প্রদানের পাশাপাশি তাদের জমির খতিয়ান এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।