কবির হোসেন,,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ আনুমানিক ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জানুয়ারি ) বিকালে উপজেলার বানা ইউনিয়নের দীঘল বানা এলাকায় মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার বানা ইউনিয়নের দীঘল বানা মধুমতি নদীতে স্থানীয় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। পরে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো সেখানে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য দপ্তরের হিসাব রক্ষক মো.রিফাত মিয়া, মৎস্য দপ্তরসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। তাই প্রায় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।