রাজশাহীর বাগমারায় করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। মঙ্গলবার সকাল ১০ টায় শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর এবং মচমইল উচ্চ বিদ্যালয় চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত ১শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নিম্ন আয়ের এই সকল মানুষ। করোনা কালীন সময়ে ওই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো লক্ষ্যে ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান। দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে চাল, লাচ্চা, সেমাই, চিনি, দুধ এবং সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, সাধারণ সম্পাদক আজাহার আলী, সহ-সভাপতি শাহরিয়া আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সজল, আ’লীগ আব্দুল মজিদ শেখ, আবুল কালাম আজাদ, ওয়ার্ড আ’লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ।