• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
গুনগুন করলেই গানের তালিকা দেখাবে গুনগুন!

ছবি প্রতিকী

গুনগুন করে গান গাইলেই সার্চ অপশনে চলে আসবে সংশ্লিষ্ট কনটেন্ট। এমন নতুন পদ্ধতি আনতে যাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল।

হাম টু সার্চ নামের এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ইতিমধ্যে চলে এসেছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
গুগল অ্যাপের মাইক্রোফোন বাটনে গিয়ে স্মার্টফোন ব্যবহারকারীরা গুনগুন করলে গানের তালিকা পাবেন। গুনগুন করার ১০ থেকে ১৫ সেকেন্ড পর রেজাল্ট শো করবে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের একদম সঠিক সুর দেয়ার প্রয়োজন পড়বে না। কাছাকাছি থাকলেই একটি তালিকা সার্চ অপশনে চলে আসবে। সে সময় গানের শিরোনাম, শিল্পীর নাম এবং ইউটিউব অপশন পাওয়া যাবে।
প্রাথমিকভাবে গুগল তাদের পরীক্ষায় সফল হলেও কয়েকটি গান খুঁজতে সমস্যায় পড়তে হয়েছে। তবে তারা আশা করছে দ্রুত এ সমস্যার সমাধানও হয়ে যাবে।
করোনা ভাইরাস লাইভ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।