সুমন ভূইয়াঃ সাভার উপজেলা বিরুলিয়া ইউনিয়নে গৃহবন্দী দিনমজুর ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাভার থানা বিএনপি।
থানা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান আলালের নিজ অর্থায়নে এ বিতরন কার্য পরিচালিত হয়।
সকালে সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওমর আলী মাস্টার প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রম শুরু করেন।
প্রায় ১২০০ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল, সেমাই ও চিনি বিদ্যমান ছিল,
এ বিষয়ে সাভার থানা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান আলাল বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদেশক্রমে ও বিএনপি’র ভাইস- চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাসে বিপর্যস্ত, অসহায় হতদরিদ্র, দিনমজুর, কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে , তিনি আরো বলেন-
বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এই খাদ্য সামগ্রী। আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপি প্রচার সম্পাদক আরিফ মেম্বার, সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিম, সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।