• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বোয়ালমারীতে ১০টাকা কেজি চাউলে অতিরিক্ত নেওয়ার অভিযোগ

ডিলারকে শোকজ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

বোয়ালমারীতে ১০টাকা কেজি চাউলে অতিরিক্ত নেওয়ার অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বর্ণিচর খাদ্য বান্ধাব কর্মসূচী ১০টাকা কেজির চাউলের ডিলার মাহফিজুর রহমান পাখিকে অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে শোকজ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা মো. রেজাউল হক। গত ২৩ মার্চ তাকে শোকজ করা হয়। শোকজ পত্রে উল্লেখ করা হয়। আ্পনার বিরুদ্ধে খাদ্য বান্ধাব কর্মসূচীতে ১০ টাকা কেজি দরের চাউল বিক্রির সময় কিছু কিছু কার্ডধারীর নিকট থেকে ১০ টাকা করে বেশি নেওয়া এবং ওজনে কম দেওয়ায় অভিযোগ উত্থাপিত হয়েছে। এতে আপনার দ্বারা অপ্রত্যাশিত, ঘৃণ্য, অনিয়ম এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রন দপ্তর তথা উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা মোটেও কাম্য নয়। কেন এবং কি কারণে এহেন কর্ম আপনার কর্তৃক সংঘটিত হয়েছে এবং কেনই বা অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে না। তার সন্তোষ জনক জবাব পত্র প্রাপ্তির তিনদিনের মধ্যে অত্র দপ্তরে প্রেরণের জন্য বলা হয়েছিল। শোকজ করার পর ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। তিন দিনের মধ্যে শোকজের কি জবাব দেওয়া হয়েছে তা কাউকে জানানো হয়নি।
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রেজাউল হক বলেন, মাহফিজুর রহমান পাখিকে শোকজ করা হয়েছিল। সে ঘটনা অনেক আগেই শেষ হয়ে গেছে। শোকজের পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার কোন সঠিক উত্তর তিনি না দিয়ে ফোনের লাইনটি কেটে দেন।
উল্লেখ্য গত ২৩ মার্চ ময়না ইউনিয়নের বর্ণিচর বাজারে খাদ্য বান্ধাব কর্মসূচী ১০টাকা কেজি দরে চাউল দেওয়ার সময় ওজনে কম ও অতিরিক্ত টাকা নেন ডিলার মাহফিজুর রহমান পাখি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।